Tor e Bristi (তোরই বৃষ্টি) Song lyrics in Bengali |


Song Info:
Singer - @Tarishi Mukherjee @Akash Bhattacharya 
Lyricist - Aviman Paul
Produced By : Tramline

Tor e Bristi Song lyrics in Bengali - 

(তোরই বৃষ্টি, হাওয়াতে ডাক পাঠায় 
তোরই কবিতা আমাকে ছুতে চায়)×২

তোর জন্য মন খারাপের রঙে ছিল মেঘ
আমিও আগের মতই লেখেছি আবেগ
তোর জন্য মন খারাপের রঙে ছিল মেঘ 
এঁকেছি আনমনে ইশারায়

(তোরই বৃষ্টি, হাওয়াতে ডাক পাঠায় 
তোরই কবিতা আমাকে ছুতে চায়)×২
(তোরই বৃষ্টি)×২

কি ভাবে বল তোকে বোঝাতে পারি
লাজুক চোখের ইশারায় 
আমিও কত কি গল্প সাজিয়েছি
ভেজা মনের সিমানায় 
তোর জন্য মন খারাপের রঙে ছিল মেঘ 
আমিও আগের মতো লিখেছি আবেগ

তোরই জন্য মন খারাপের রঙে ছিল মেঘ 
এঁকেছি আনমনে ইশারায়

(তোরই বৃষ্টি, হাওয়াতে ডাক পাঠায় 
তোরই কবিতা আমাকে ছুতে চায়)×২
(তোরই বৃষ্টি)×৪