সেরা ১০০ টি ইসলামিক পোস্ট ও উক্তি ২০২২

আসসালামু আলাইকুম, আপনার যদি ইসলামিক পোস্ট অথবা ইসলামিক উক্তি দরকার হয়। তবে এই ব্লগ পোস্টটি আপনার জন্য।

আমরা দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে সেরা ইসলামিক পোস্ট গুলো সংরক্ষণ করেছি। আশাকরি আপনার ভালো লাগবে।

২০২২ সালের সেরা ইসলামিক পোস্ট এবং ইসলামিক উক্তি

  • সর্বশ্রেষ্ঠ ধর্ম পাইছি, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী পাইছি - সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই ।
  • ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ, ইসলামকে ভালবাসলে পাবে সম্মান, রাসুল কে ভালবাসলে হবে আদর্শবান, আল্লাহ কে ভালবাসলে পাবে দুজাহান, নতুন বছরের শুভেচ্ছা..!
  • মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।
  • দিন শেষে আযানের মধুর ধ্বনিতে,, এক গ্লাস পানিই বলে দেয়। - ইসলাম কতটা শান্তির।
  • আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে‌।
  • ধৈর্য্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহপাক আপনাকে কোনদিনও ঠকাবেন না। ইনশাআল্লাহ
  • তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । — হযরত আলী (রাঃ)
  • যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)
  • মুসলিম আমার নাম, কুরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ী, আল্লাহ্ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, এবাদত আমার কর্ম!
  • আল-কুরআনের হরফ গুলো কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।
  • ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়।
  • আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো - আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
  • আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে। - [ড. বিলাল ফিলিপ্স]
  • রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। - আল হাদিস
  • ইমান এবং হিংসা- এক সঙ্গে-একই অন্তরে-থাকতে পারে না! (আল হাদীস)
  • আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। - হযরত মোহাম্মদ (সঃ)
  • জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন!
  • হে নারী ! তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃনা করি।
  • সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়। - হযরত সুলাইমান (আঃ)
  • তওবা করতে লজ্জিত হয়ো না,, মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহ্‘র ক্ষমা অনেক বড়।
  • পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। - হযরত আলী (রাঃ)
  • হে মুমিনগন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
  • শুক্রবার মানেই গুনাহ মাপের আরো একটি সুযোগ। - জুম্মা মোবারক
  • যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।
  • প্রিয় জিনিসটা পা-ও নিই? আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। -সূরা বাকারাঃ ২১৬
  • হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা!
  • যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়।
  • একদিন আমার ইনশাআল্লাহ গুলো - আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।
  • জীবনের চাইতেও বেশী ভালবাসি যারে, একবারও দেখিনাই তারে, জানিনা আমার ভালবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)
  • হযরত মোহামমদ (সাঃ)বলেছেন ২টা জিনিস কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য।
  • বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি। - রাসূল (সাঃ) সেটাকে চোখের জিনা বলেছেন।
  • এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়!
  • যাকে ভয় করি, তার নাম হাশর,, যাকে বিশ্বাস করি, তার নাম কুরআন,, যার কাছে আমি ঋণী, তার নাম মা,, যাঁকে নেতা মানি, তিনি হলেন রাসূল(স), যার কাছে মাথা নতকরি, তিনি হলেন আল্লাহ..!
  • জান্নাতের নেটওয়ার্কহল ইসলাম,, সিম হল ঈমান, :::বোনাস হল, রমযান,, রিচার্জ হল নামাজ ::আর হেলপ লাইনহল কোরআন।
  • চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ, ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।
  • যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরান পড়ো, একদিন কুরআন কবরের অন্ধকার কে আলোকিত করবে!
  • দোয়া ব্যাতিত কোন কিছুই ভাগ্য কে পরিবর্তন করতে পারে না। - হযরত মুহাম্মদ (সাঃ)
  • Successful তো সেই দিন হবো। - যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো।
  • আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে। ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।
  • যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তারমর্যাদা বাড়িয়ে দেন।– মিশকাত
  • গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবেনা, কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফোটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে!
  • অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।
  • এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান, কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত, কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
  • যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে,তার মত বড় বিচারক আর কেউ নেই !
  • নামাজ পড় মুসলিম বোন ও ভাই, নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল… শুন মসলিম ভাই ও বোনেরা। পাচঁ ওয়াক্ত নামাজ পড়, জীবনকে সুন্দর ভাবে গরে তোল।
  • ভালোবাসা কাকে বলে জানো ? আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা, হ্যাঁ – এটাই হলো ভালোবাসা!
  • সুন্দর চেহারা দিয়ে কি হবে? যদি চরিত্র না থাকে..? উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে..? অঢেল সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান না থাকে..? পৃথীবির সবকিছু পেলে কি হবে? যদি আল্লাহর সাথে না থাকেন!!!
  • আযান দিলে মসজিদে যাও - হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।
  • মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবরে।
  • সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে, তার স্বামীর জন্য!
  • মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত। - হযরত মুহাম্মদ (সাঃ)
  • বুদ্ধিমান লোক সেই ব্যক্তি যে মাথা নিচু করে বড় হয় আর নির্বোধ সেই লোক যে কার মাথা উপরে রেখে বড় হতে চাই।
  • রাসূলুল্লাহ (সা) বলেন, “পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট।”– [তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]
  • মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না।
  • যখন আপনি কুরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। - [ইমাম ইবনুল কায়্যিম (রহ)]
  • পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জিবন কাটিয়েছেন। - হযরত মোহাম্মদ (সঃ)
  • সামনে আসছে রোজার "Din" খারাপ কাজ চেড়ে "Din" ভালো কাজে যোগ "Din" রোজা রাখো "৩০Din" ইবাদত করো প্রতি "Din"
  • হে আল্লাহ. আমরা যারা ইসলামিক পোস্ট দেখি ও পড়ি, আমাদের সবাইকে দেখা ও পড়ার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ! আমিন
  • কোন ব্যক্তি যদি তার সম্পদ দান করতে কৃপণতা করে তবে মানুষ তার প্রতি আস্থা উঠে ফেলে।
  • অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।
  • দিন হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের সামনে বললেন, নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেলো। সাহাবিগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাঃ! একাকী মানুষ কারা? তিনি বলেন, আল্লাহর বেশি বেশি যিকরকারীগণ। (মুসলিম, আস-সহিহঃ ৪/২০৬২)
  • আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যা স্পর্শ করি, আল্লাহ তাতে বরকত দিয়ে দেয়! - সুবহানাল্লাহ
  • যে ব্যক্তি পাপ লুকিয়ে রাখে তার মুক্তি নেই কিন্তু যে পাপ স্বীকার করে এবং উহা পরিত্যাগ করে আল্লাহ তায়ালার প্রতি দয়া প্রদর্শন করে।
শেষ কথা 
কেমন লাগলো ইসলামিক পোস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন ও পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর হ্যা কখন বাবা-মা কষ্ট দিবে না। ধন্যবাদ সবাইকে!