Tomar Premer Bondore Lyrics ( তোমার প্রেমের বন্দরে লিরিক্স ) - Flying Kiss Natok Song Lyrics

Song Info:
Song: A Mon Tomake Chay
Singer: Ahmmed Humayun & Antora Rahman
Lyrics: Ronzu Reza
Tune & Music: Ahmmed Humayun.
Label: Central Music and Video [CMV]
Released Date: 16-01-2022
Produced and Distributed by Central Music and Video [CMV].
Tomar Premer Bondore Lyrics In Bengali
তোমার প্রেমের বন্ধরে 
চিঠি লিখছি কাঠ লঙ্গরে, তুমি পড়ে নিয়ো রোদ্দুরে 
কিছুটা স্বভাবি খুব ঘোরে
আমার গল্প কো লাজে, হঠাৎ তুমি এলে যে
কেন স্বপ্ন হাওয়ায় তে অবেলায় 
ঠিক এমনই আলাপে দিকে হারায় 
এমন তোমাকে চায়....

একা চলার রাস্তা নেই
তুমি ছাড়া আস্তা নেই 
তাই তোমায় সাদেই দু'পা, হাটতে চাই 

সারা দিনের ইচ্ছেতে, চিন্তারা ডুব দিচ্ছে যে 
আরে ভাবছি বসে কত, যে তোমায় 
আমার গল্প কো লাজে, হটাৎ তুমি এলে যে 
কেন স্বপ্ন হাওয়াতে অবেলায়
ঠিক এমনি আলাপে দিকে হারায়
এ মন তোমাকে চাই..

তোমার মনে ভিতরে, তোমায় হৃদয় প্রহরে 
আমি নিজেকে রেখে, বাচতে চাই 
কল্পনারই একদেশে, চাচ্ছি তোমায় আবেশে
আমি তোমায় নিয়ে পৃথিবী সাজাই

আমার কল্প কো লাজে, হটাৎ তুমি এলে যে 
কেন স্বপ্ন হাওয়ায় তে অবেলায় 
ঠিক এমনই আলাপে দিকে হারায় 
এমন তোমাকে চায়...
 
তোমার প্রেমের বন্ধরে 
চিঠি লিখেছি কাঁঠ লঙ্গরে, তুমি পড়ে নিয়ো রোদ্দুরে 
কিছুটা স্বভাবি খুব করে

আমার গল্প কো লাজে, হটাৎ তুমি এলে যে 
কেন স্বপ্ন হাওয়াতে অবেলায়
ঠিক এমনই আলাপে দিকে হারায় 
এমন তোমাকে চায়...