Mayar Tabij 2 (মায়ার তাবিজ বুকে বাইন্ধা) Lyrics

Song Info:
Song : Mayar Tabij 2
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Alex Abdus Salam
Tune : Atif Ahmed Niloy
Music : Din Islam Sharukh
Edit & Color : Mobarok Hossain
Label : Samsul Official

Mayar Tabij 2 Song Lyrics In Bangla - 

মায়ার তাবিজ বুকে বাইন্ধা, ছাইড়া দিলি হাত 
ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 
মায়ার তাবিজ বুকে বাইন্ধা, ছাইড়া দিলি হাত 
ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 
রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
মায়ার তাবিজ বুকে বাইন্ধা, ছাইড়া দিলি হাত 
ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 

সুখায় নাইরে চোখের পানি , চোখ দুইটাও অভিমানি
সুখায় নাইরে চোখের পানি , চোখ দুইটাও অভিমানি 
ফিরবি না তুই তাও জানি 
ফিরবি না তুই তাও জানি 
আসায় থাকি যদি ফিরে পাই 
রাতের পরে রাত কেটে যায় , কাটে কত ভোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
মায়ার তাবিজ বুকে বাইন্ধা , ছাইড়া দিলি হাত 
ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 

চাঁন্দের আলো সঙ্গী হইল, মনের দুঃখ মনে রইল 
চাঁন্দের আলো সঙ্গী হইল, মনের দুঃখ মনে রইল 
পিরীতি শিখাইলি কেন 
পিরীতি শিখাইলি কেন 
যাবি যদি আমায় ছাড়িয়া 
রাতের পরে রাত কেটে যায় , কাটে কত ভোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
রাতের পরে রাত কেটে যায় , কাটে কত ভোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
কেমন মায়ায় বাইন্ধা গেলি 
কাটে না তোর ঘোর 
মায়ার তাবিজ বুকে বাইন্ধা , ছাইড়া দিলি হাত 
ভালোবাসার আগুন বুকে , কান্দি সারারাত