গান: বাংলা আমার মা
কণ্ঠশিল্পী: শুভমিতা (কলকাতা), সীমা খান (বাংলাদেশ)
কথা, সুর ও সংগীত: আহমেদ রাজীব
গানের মূল ভাবনা: ড. বদরুল খান
সংগীতায়োজন: মীর মাসুম
উপদেষ্টা: সৈয়দ আশিক রহমান
সার্বিক তত্ত্বাবধান: দেওয়ান শামসুর রকিব
Bangla Amar Maa Song Lyrics In Bangla:
দু'পাড়ের একটা আকাশ
যেন একই ছাদের নিচে থাকা
ভাগ হয়েও দুই বাংলা যেন,একই সুতয় তবু বাধা
বাংলা আমার মা
বাংলা আমার মা
এখানে আমার শিকড় গাথা
এখানেই কাদা হাসি
মাথা উঁচু করে বাঁচি এখানে
আমরই বাংলা ভাষা
(বেচে থাক, বেচে থাক
বেচে থাক, এই ভালোবাসা)×২
বাংলার কৃষ্টি বাংলার সৃষ্টি
কোথাও হয় না এমন বৃষ্টি
বাংলার কোকিল বাংলার ছবি
ওদের স্পর্শে আয় ধন্য হবি
রবীন্দ্রনাথ রুল হাসানির আলোয়
বিশ্ব চিনেছে সব অমড়ে রাখা
একুশ একাওরে লেখা ইতিহাস
পলাশির মাঠ থেকে নকশিকাঁথা
(বেচে থাক, বেচে থাক
বেচে থাক, এই ভালোবাসা)×২
দু'পাড়ের একটা আকাশ
যেন একই ছাদের নিচে থাকা
ভাগ হয়েও দুই বাংলা যেন, একই সুতয় তবু বাধা
(বাংলা আমার মা)×২
এখানে আমার শিকড় গাথা
এখানেই কাঁদা হাসা
মাথা উঁচু করে বাঁচি এখানে
অমরই বাংলা ভাষা
আ আ আ আ....
(বেচে থাক, বেচে থাক
বেচে থাক, এই ভালোবাসা)×২